সুনামগঞ্জে ঝুমন দাশের মুক্তির দাবিতে মানববন্ধন
হেফাজতে ইসলামী বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অপরাধে পুলিশের করা মামলায় গ্রেপ্তারকৃত ঝুমন দাশের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) ‘হিউম্যান ফাস্ট মুভমেন্ট’ নামক একটি সংগঠন এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববনন্ধনে শহরের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক এনামুল কবির, শ্যামল দেব, প্রদীপ দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শাল্লার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় স্বাধীন মেম্বারসহ সব আসামি জামিনে মুক্ত। কিন্তু ছয় মাস হয়ে গেল মামুনুল হকের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অপরাধে পুলিশের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ঝুমন দাসের এখনও মুক্তি মিলেনি। আমরা সরকারে কাছে অনুরোধ জানাই, ঝুমন দাসের ছোট ছেলেটির মুখের দিকে তাকিয়ে, তার পরিবারের কথা বিবেচনা করে অবিলম্বে ঝুমন দাশকে মুক্তি দেওয়া হোক।
উল্লেখ্য, গত ১৭ মার্চ কেন্দ্রীয় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুক হককে নিয়ে নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে কটাক্ষ করে পোস্ট দেন। পরে এলাকাবাসী ওই দিন রাতেই ঝুমন দাশকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরের দিন সকাল থেকে কয়েক গ্রামের হাজার মানুষ বিক্ষোভ করে হামলা চালায়। এ ঘটনায় এক হাজার ৫০০ জনকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা করা হয়। গ্রামবাসীর পক্ষে করা মামলার বাদী হয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং এক হাজার ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। অপরদিকে পুলিশের করা মামলার বাদী হয়েছেন থানার এসআই আব্দুল করিম।