সুনামগঞ্জে প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হলো বাস ধর্মঘট
সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চাঁদা আদায়ের অভিযোগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন। আজ রোববার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে আজ সকাল ৬টা থেকে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এতে জনগণের কথা চিন্তা করে দুপুরেই সংঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন। এ সময় সংগঠনের নেতারা তাদের দাবি উপস্থাপন করেন। জেলা প্রশাসক তাদের আশ্বাস দেন যে সড়কে তাদের আর গাড়ি থামিয়ে চাঁদা দিতে হবে না। পরে সংগঠনের নেতা সবার মতামত নিয়ে তিন দিনের শর্ত সাক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, ‘আজ সকাল ৬টা থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছিলাম। তবে জেলা প্রশাসক আমাদের সঙ্গে বৈঠকে বসেছেন, চাঁদাবাজি হবে না বলে আশ্বাস দিয়েছেন। সিলেট বাইপাস সড়কে পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করি।’
নুরুল হক আরও বলেন, ‘জেলা প্রশাসক আমাদের কাছে তিন দিনের সময় চেয়েছেন। যদি তিন দিনের মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আবারও ধর্মঘটের ডাক দিব।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সেই জন্য আমরা সুনামগঞ্জ শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেছি।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘বাসে চাঁদাবাজির বিষয়টি নিয়ে আমি সিলেট পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি সেখানে পুলিশ মোতায়েন করবেন বলে জানিয়েছেন। আশা করছি এই সমস্যা আর থাকবে না।’