সুনামগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু
সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে ছয় কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ এপ্রিল) সকালে ছাতকে তিন, দোয়ারাবাজারে দুই ও তাহিরপুর উপজেলায় এক কৃষকের বজ্রাঘাতে মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জে এখন বোরো ধান কাটার মৌসুম। তাই কৃষকরা প্রতিদিনের মতো আজকে সকালেও হাওরে ধান কাটতে যান। ভোর থেকেই বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ছাতকে তিন, দোয়ারাবাজারে দুই ও তাহিরপুর উপজেলায় এক কৃষক নিহত হন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, দেবেরগাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন গ্রামের কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে নিহত হয়েছেন।
দোয়ারাবাজার ওসি দেবদুলাল ধর জানান, দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও দেওরা হাওরের মিলন মিয়া ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে নিহত হয়েছেন।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার জানান, উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে রমজান মিয়া নামের এক কৃষকের বজ্রাঘাতে মৃত্যু হয়। এ সময় আরেক কৃষক মুকিদ মিয়া আহত হন।