সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়াল গণস্বাস্থ্য কেন্দ্র
সুনামগঞ্জে বন্যাকবলিত দক্ষিণ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার পরিবারের মাঝে আজ বুধবার এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মানবসম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, গ্রামীণ স্বাস্থ্য কার্যক্রমের পরিচালক ডা. এ কে এম হালিমুর রেজা, পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় পরিচালক মো. আব্দুল আওয়াল, গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র মাইক্রোবায়োলিস্ট উপকেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদ, জয়কলস ইউনিয়নের মহিলা সদস্য তহুরা বেগম, তৈবুননেছা, আমিনা বেগম, পাগলা গণস্বাস্থ্যের কর্মী আমির হোসেন, রফিক, কাইয়ুম প্রমুখ।
ত্রাণ বিতরণের সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘গণস্বাস্থ্য প্রতিষ্ঠার ৫০ বছর হতে গণমানুষের মাঝে জনকল্যাণমূলক শিক্ষা ও স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা দিয়ে আসছে। গত ২ বছরে করোনায় ভয়াবহতার সময় প্রায় ৪০ হাজার পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী দিয়েছে প্রতিষ্ঠানটি। এই ধারা অব্যাহত থাকবে।’