সুনামগঞ্জে বিনা-১৯ উচ্চ ফলনশীল আউশ ধানের নমুনা শস্য কর্তন
পতিত জমি কাজে লাগিয়ে বিনা-১৯ আউশ জাতের ধান চাষে সুনামগঞ্জের কৃষকদের উদ্বুদ্ধ করতে আউশ নমুনা ধানকাটা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রে এই নমুনা ধানকাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন টিপু।
অনুষ্ঠানে সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধশত কৃষককে অল্প সময়ে ফলিত এই ধান চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হয়। পরে কৃষকদের উপস্থিতিতে এই ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব বলেন, ‘বোরো ধান চাষের পর জেলার বিভিন্ন উঁচু জমি পতিত পড়ে থাকে। সুনামগঞ্জের বেশিরভাগ কৃষকের এই ধান চাষে আগ্রহ থাকে না। অথচ ওই একই জমি ব্যবহার করে উচ্চ ফলনশীন বিনা- ১৯ ধান জাতের আউশ চাষ করে বেশি লাভবান হওয়া সম্ভব। তাই জেলার কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এই জাতের ধান চাষ করার জন্য।’
এ ব্যাপারে বিনা থেকে পরামর্শ দেওয়া হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা খরচ করে বারো থেকে পনেরো মণ ধান উৎপাদন করা সম্ভব। এই বিষয়গুলো বুঝাতেই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আব্দুর রাকিব আরও জানান, সুনামগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, এ বছর শুধু সদর উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। যেখান থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার টন ধান পাওয়া যাবে।