সুনামগঞ্জ-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
চাঁদা আদায়ের অভিযোগ এনে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট ডেকেছে পরিবহণ মালিক-শ্রমিকরা।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক আজ শনিবার সন্ধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-ঢাকা সড়কের দূরপাল্লার বাস আসা-যাওয়ার পথে সিলেট বাইপাস সড়কের তেমুখি এলাকায় চাঁদা নেওয়া হচ্ছে। সিলেট পরিবহণ সমিতির নামে বাসে এই চাঁদাবাজি হয়ে আসছে।
এ নিয়ে বার বার সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন নূরুল হক। তিনি আরও বলেন, ‘এমনকি অভিযোগ দেওয়ার পর শ্রমিকদের মারপিটের ঘটনাও ঘটাচ্ছে চাঁদাবাজরা।’
‘এই পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আগামীকাল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে’, যোগ করেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘সিলেটের তেমুখী নামক স্থানে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। এর সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।’
চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ হলেই এই সড়কে বাস চলবে বলে জানান পরিবহণ মালিক ও শ্রমিকরা।