সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ও ধানসাগর ক্যাম্পের মাঝামাঝি এলাকার বনের ভেতরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে ধানসাগর ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবনের ধানসাগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেল্লাল হোসেন জানান, আজ দুপুরের দিকে বনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। এরপর দুপুর ১টার দিকে ধানসাগর ক্যাম্পের স্টাফরা সেখানে ছুটে যান। বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা শুরু করে। এ সময় আগুন নেভানোর জন্য ওই এলাকার চারপাশে ফায়ার লাইন কেটে দেয় বনবিভাগ। খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে শরণখোলা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানিয়েছে বনবিভাগ। তবে বনবিভাগ বলছে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
কখন ও কীভাবে এ আগুন লেগেছে বা এতে বনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঝুঁকির বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।
উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেগুলো নাশকতামূলক ছিল বলে জানা যায়।