সুন্দরবনে দুই মাস মাছ ধরা যাবে না
মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সুন্দরবনের নদী-খালে সব প্রজাতির মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
আজ পহেলা জুলাই বৃহস্পতিবার থেকে আগামী ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত দুই মাস এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়জুড়ে বনের অভ্যন্তরে অভয়ারণ্য এলাকাসহ সব খালে মাছ ধরা বন্ধ থাকবে।
প্রতি বছরই মাছের ডিম দেওয়ার সময়কালে বংশ বৃদ্ধির উদ্দেশে সুন্দরবনে মাছ আহরণ বন্ধ রাখা হয়ে থাকে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখায় পরবর্তী সময়ে বনের নদী-খালে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় অন্য বছরের মতো এ মৌসুমেও পুরো দুই মাস সুন্দরবনে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। মৎস্যসম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানসের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে আসছে বনবিভাগ।’
এদিকে, এ নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনে অনুপ্রবেশ করে মাছ শিকারের প্রস্তুতিকালে দুটি মাছ ধরার নৌকা জব্দ করেছে বনবিভাগ। এ সময় পালিয়ে যায় ওই নৌকায় থাকা জেলেরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের জোংড়া খালে জেলেরা মাছ ধরছে-এমন খবরে সেখানে অভিযান চালান তারা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে বনের ভেতরে পালিয়ে যায় জেলেরা। পরে তাদের ফেলে যাওয়া দুটি নৌকা, নৌকায় থাকা বরফ ও জাল জব্দ করা হয়।
বন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘সুন্দরবনে অনুপ্রবেশে দুই মাসের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে দুটি নৌকাসহ অন্য মালামাল জব্দ করা হয়েছে। তবে কেউকে আটক করা যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের পরিচয় গোপন রেখে মামলা করা হয়েছে।’