সুযোগ বুঝে ফেরিতে নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহন
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরছে যাত্রীরা। এ ছাড়া ঈদের পরেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু মানুষ ফিরছে বাড়িতে। বিধিনিষেধ বহির্ভূত জরুরি সেবার যানবাহন পারাপারের জন্য সীমিত সংখ্যক ফেরি চলাচলের সুযোগে এসব যাত্রী ও ব্যক্তিগত যানবাহন নদী পার হচ্ছে।
এদিকে বেশিরভাগ মানুষকেই স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পড়তে দেখা যায়নি। গত কয়েকদিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা ও পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে যাওয়া ফেরিতে এমন চিত্র দেখা গেছে।
এদিকে মহাসড়কে গণপরিবহণ বন্ধ থাকায় ঢাকামুখী যাত্রীরা ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, থ্রি হুইলার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে ঢাকায় যাচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ঘাটে ফেরি প্রস্তুত করা হলে সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না।