সেপ্টেম্বরের অবকাশ ছুটি বাতিলের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
অবকাশ ছুটিতে না গিয়ে আগামী মাসে বিচারকাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। এ কারণে সেপ্টেম্বরের ১৫ কার্যদিবস অবকাশ ছুটি বাতিল করা হয়েছে। তবে, অক্টোবরের ছুটি বহাল থাকবে।
গতকাল শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে শনিবার ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিচারপতিরা সুপ্রিম কোর্টের চলতি বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।
সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সেপ্টেম্বরের অবকাশকালীন ছুটি বাতিল হলেও অক্টোবরের ছুটি বহাল থাকবে।’
সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে চলতি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ২৭ কার্যদিবস সুপ্রিম কোর্টে অবকাশ চলার কথা ছিল। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ মাসে ছুটি ছিল ১৫ কার্যদিবস। আর, ১২ কার্যদিবস অবকাশ ছুটি থাকবে অক্টোবরে।