‘সেলফি তুলতে গিয়ে’ ট্রেনের ধাক্কায় নদীতে, রাতে মিলল লাশ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার গড়াই রেলওয়ে সেতুর ওপরে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের মো. হারুনের ছেলে সামি হোসেন (১৪)। সে কুমারখালী এম এন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বিকেলে গড়াই রেলওয়ে সেতুর ওপর চার কিশোর মোবাইলে সেলফি তুলছিল। হঠাৎ করেই রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ওই সময় সামি কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা কুমারখালী থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সামিকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। এরপর খুলনা থেকে ডুবুরিদল গিয়ে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ সামিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।