সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ শনিবার দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জুলফিকার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতের জিআর শাখায় এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আগামীকাল আদালতে এই অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। আটকের পর তাঁর রাজধানীর গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
২০১৯ সালের ২৭ অক্টোবর ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।