সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি পেপার মিলে অগ্নিকাণ্ডে চার জন দগ্ধ হয়েছেন। উপজেলার কাঁচপুর এলাকায় আল-নূর পেপার মিলে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
এরই মধ্যে দগ্ধ শ্রমিকদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাতে কাঁচপুর পেপার মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই শ্রমিকেরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।