সোনারগাঁয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে তিন পথচারী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে তিন পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু বক্কর ছিদ্দিক (২০), সজিব সরকার (২৮) ও অহিদুল (৩২)।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় বোরাক এবং হোমনা পরিবহণের দুটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন পথচারী নিহত হন।
ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার এবং বাস দুটি আটক করা হয়েছে বলে জানান ওসি।