সোহরাওয়ার্দী উদ্যান থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর আড়াইটার সময় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন বলেন, উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তরুণীকে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাকে গলায় ওড়না পেঁচিয়ে আম গাছের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠাই।
ইকবাল হোসেন বলেন, এখন পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে আমরা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি সে এই এলাকায় ভাসমান হিসেবে থাকত। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।