সৌদিগামী ১৬১৬ জন পেলেন আর্থিক সহযোগিতা
কুমিল্লায় এক হাজার ৬১৬ জন সৌদি আরবগামী কর্মীকে কোয়ারেন্টিন খরচ বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা করে সহযোগিতার চেক দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে এই সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক শোয়াইব আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
সভায় জানানো হয়, এই সহযোগিতার জন্য সৌদি আরবগামী প্রবাসীদের মধ্য থেকে প্রায় ৫০ হাজার আবেদন পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহযোগিতা হিসেবে ১২৫ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছে। যাচাই ও বাছাই শেষে পর্যায়ক্রমে সব আবেদনকারীকে এই সহযোগিতা করা হবে।