স্কাউটে ‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ড পেলেন নড়াইলের মিকু
‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ড পেয়েছেন আশিকুর রহমান মিকু। স্কাউটিং কার্যক্রমে অনন্য অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ স্কাউটস। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে এই অ্যাওয়ার্ড নেন তিনি।
আশিকুর রহমান মিকুর জন্ম ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর। তার বাবা মুন্সী ওয়ালিউর রহমান অবিভক্ত বাংলার সাবেক সংসদ সদস্য ও ১৯৩৪ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত বৃহত্তর যশোর জেলা বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান।
স্কাউটার আশিকুর রহমান মিকু ছাত্রজীবনে সপ্তম শ্রেণি থেকে স্কাউটিং কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে কলেজজীবনের শুরুতে স্কাউট বেসিক কোর্সে অংশগ্রহণ করেন। ১৯৭৬ সালে অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপ নড়াইল নামে একটি স্কাউট ইউনিট গঠনসহ রেজিস্ট্রেশন করেন। ১৯৭৮ সালে উড ব্যাজ অর্জন করেন তিনি।
জেলা ও উপজেলায় আশিকুর রহমান কখনও জেলা স্কাউট লিডার, কখনও সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে নয় বছর জেলা স্কাউট সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কলেজজীবনে স্কাউটার আশিকুর রহমান মিকু নড়াইল ভিক্টোরিয়া কলেজের ‘সিনিয়র রোভার মেট’ হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেন। এরপর দীর্ঘ ২১ বছর ‘জেলা স্কাউট কমিশনের’ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্কাউটার আশিকুর রহমান মিকুর নেতৃত্বে নড়াইলে একবার খুলনা আঞ্চলিক স্কাউটের সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া নড়াইল জেলায় কয়েকটি জেলার কাব ক্যাম্পুরি ও কয়েকটি জেলা স্কাউট সমাবেশে আর্থিক সহযোগিতাসহ পৃষ্ঠপোষকতা করে আসছেন তিনি।
স্কাউটার আশিকুর রহমান মিকু সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তিনি দীর্ঘ ৩৮ বছর এক নাগাড়ে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব হিসেবে ১৫ বছর এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ২২ বছর, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সম্পাদক, শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের ১৫ বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃত হিসেবে ২০১১ সালে আশিকুর রহমান জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেন। স্কাউটে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পর্যায়ক্রমে মেডেল অব মেরিট, লং সার্ভিস অ্যাওয়ার্ড, সিএনসি অ্যাওয়ার্ড, সভাপতি অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।