স্কুলের গাছের আম খাওয়া হলো না শাহরিয়ারের
বাড়ির পাশের স্কুলের আমগাছে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই মাদ্রাসাছাত্রের নাম শাহরিয়ার (১৪)। সে ধুমচর আনেয়ার উদ্দিন আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র এবং বায়লাখাললি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চত করেছেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জানিয়েছেন, আজ দুপুরের দিকে বাড়ির পাশের বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমগাছে আম পাড়তে ওঠে পা পিছলে নিচে কবরস্থানের দেয়ালের ওপর পড়ে যায় শাহরিয়ার। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। মাগরিবের নামাজের পর শাহরিয়ারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।