স্থানান্তর করতেই হচ্ছে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ
স্থানান্তর করতেই হচ্ছে বিতর্কিত শিল্পপতি রাগীব আলীর প্রতিষ্ঠিত সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অবৈধভাবে চা-বাগান দখল করে এ হাসপাতাল স্থাপন করেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউয়ের নিষ্পত্তি করে রায় প্রকাশ করায় আর কোনো উপায় রইল না রাগীব আলীর কাছে।
দেবোত্তর সম্পত্তি দখল করে সিলেটের বেসরকারি রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের রিভিউ পুনর্বিবেচনার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের রিভিউ রায়ও বহাল রাখার ফলে মেডিকেল কলেজ হাসাপাতাল স্থানান্তর করতেই হবে। তবে, রিভিউ রায়ে পাঁচ কোটি টাকা থেকে কমিয়ে তিন কোটি টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বোচ্চ আদালত থেকে ২০১৬ সালের দেওয়ানী আপিলের রায়ে ছয় মাসের মধ্যে মেডিকেল কলেজটি অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।
রায়ে মেডিকেল কলেজ স্থানান্তরের নির্দেশ বহাল রেখে বলা হয় মেডিকেল কলেজটি দেবোত্তর সম্পত্তির ওপর নির্মিত হয়েছে। যে চুক্তির মাধ্যমে রাগীব আলীর ছেলে আবদুল হাই তারাপুর চা বাগান ৯৯ বছরের ইজারা অধিগ্রহণ করেছিলেন তা অবৈধ ঘোষণা করে ইজারা বাতিল করা হয়।
আপিল বিভাগের এ রিভিউ রায়ে দেবোত্তর সম্পত্তিটির দেখভালের জন্য একটি ব্যবস্থাপনা পরিষদ গঠন করে নীতিমালা নির্ধারণ করে দেওয়া হয়। গত ২৭ সেপ্টম্বর এই রিভিউয়ের রায় প্রকাশ করা হয়।