স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলন শুরু
আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।
আজ শুক্রবার আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংগঠনটির হাজারও চিকিৎসক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।
স্বাচিপনেতারা জানিয়েছেন, আজকের সম্মেলনে ২০ থেকে ৩০ হাজার চিকিৎসক উপস্থিত হতে পারেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর সার্বিক কার্যক্রম আজ শুক্রবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।