স্বাধীনতার ৫১ বছরে ২২ রাষ্ট্রপতি
স্বাধীনতার পর গত একান্ন বছরে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেছেন। তবে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২১ জন। আর নতুন করে মো. সাহাবুদ্দিন চপ্পু এই দায়িত্বে এলে এ পর্যন্ত ২২জন রাষ্ট্রপতি পাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রথমে সংসদীয় পদ্ধতির সরকার করে রাষ্ট্রপতি হোন। আবার ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার পুনপ্রবর্তন করে রাষ্ট্রপতি হয়েছিলেন। স্বাধীনতার ৫০ বছরে দেশে রাষ্ট্রপতি হিসেবে কারা কারা দায়িত্ব পালন করেছেন, তাদের নাম-তালিকা প্রকাশ করা হলো।
০১। শেখ মুজিবুর রহমান : ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ মোট ২৭০ দিন।
০২। সৈয়দ নজরুল ইসলাম : ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ মোট ২৭০ দিন। (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি)
০৩। আবু সাঈদ চৌধুরী : ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩ মোট এক বছর, ৩৪৬ দিন।
০৪। মোহাম্মদউল্লাহ : ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৭ জানুয়ারি ১৯৭৪ মোট ১ বছর, ৩৪ দিন। (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি)
০৫। মোহাম্মদউল্লাহ : ২৭ জানুয়ারি ১৯৭৪ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫ মোট ৩৬৩ দিন।
০৬। শেখ মুজিবুর রহমান : ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ মোট ২০২ দিন।
০৭। খন্দকার মোশতাক আহমেদ : ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ মোট ৮৩ দিন।
০৮। আবু সাদাত মোহাম্মদ সায়েম : ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭ মোট এক বছর, ১৬৬ দিন।
০৯। জিয়াউর রহমান : ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১ মোট চার বছর, ৩৯ দিন।
১০। আবদুস সাত্তার : ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১ (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি)
১১। আবদুস সাত্তার : ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২ মোট ২৯৮ দিন।
পদ খালি (২৪ – ২৭ মার্চ ১৯৮২)
১২। আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী : ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩ মোট ১ বছর, ২৫৮ দিন।
১৩। হুসেইন মুহাম্মদ এরশাদ : ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ মোট ৬ বছর, ৩৬০ দিন।
১৪। শাহাবুদ্দিন আহমেদ : ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ১০ অক্টোবর ১৯৯১ মোট ৩০৮ দিন।
১৫। আবদুর রহমান বিশ্বাস : ১০ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬ মোট চার বছর, ৩৬৫ দিন।
১৬। শাহাবুদ্দিন আহমেদ : ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১ মোট পাঁচ বছর, ৩৬ দিন।
১৭। এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী : ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২ মোট ২১৯ দিন।
১৮। জমির উদ্দিন সরকার : ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ মোট ৭৭ দিন।
১৯। ইয়াজউদ্দিন আহম্মেদ : ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯ মোট ছয় বছর, ১৫৯ দিন।
২০। জিল্লুর রহমান : ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩ মোট ৪ বছর, ৩৬ দিন।
২১। মো. আবদুল হামিদ : ১৪ মার্চ ২০১৩ থেকে বর্তমান সময় পর্যন্ত।
এবার ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন চপ্পু। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চপ্পুর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন। আজ বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দিতে পারবেন পদপ্রত্যাশীরা।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে, নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না। সে হিসেবে ধরে নেওয়া যায়, ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন চপ্পু।