স্বামীকে হত্যার পর ছয় টুকরো করা সেই স্ত্রীর বিচার শুরু
রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টসকর্মী আজাহারুল ইসলামকে হত্যার মামলায় অভিযুক্ত তার স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ রোববার (২১ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ এই আদেশ দেন।
আজ আসামিরা অব্যাহতির আবেদন করলে বিচারক তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২০ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২০ মে রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টসকর্মী আজাহারুল ইসলামকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে সরদার বাড়ির জামে মসজিদের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহত আজাহারুলের ভাই হাসান বাদী হয়ে ২৬ মে রাজধানীর দক্ষিণখান থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে নিহতের স্ত্রী আসমা ও ইমাম আব্দুর রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।