স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সাদিয়ার বেঁচে ফেরা হলো না
বেঁচে ফেরা হলো না সাদিয়া বেগমের। স্বামীর দেওয়া আগুনে জ্বলে আট দিন ধরে ছটফট করে হেরে যেতে হলো তাঁকে।
আজ শনিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদিয়া বেগম।
এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
এর আগে লাইফ সাপোর্টে রেখে সাদিয়া বেগমের চিকিৎসা করা হচ্ছিল। সে সময় তিনি এক ভিডিও বার্তায় জানান, তাঁর স্বামী গায়ে কেরোসিন ঢেলে তাঁকে জ্বালিয়ে দেন।
নিহত সাদিয়া বেগম দেবীদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের গুনাইঘর গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে আসাদ সরকারের স্ত্রী ও একই উপজেলার পদ্মকোট গ্রামের ফরিদুল আলম অপু সরকারের মেয়ে।
জানা গেছে, গত শনিবার সকাল ৮টায় সাদিয়ার স্বামী আসাদ সরকার ঝগড়ার এক পর্যায়ে সাদিয়ার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে সাদিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় হাসপাতালে সাদিয়ার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়। আট দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে আজ মারা গেলেন তিনি।
সাদিয়ার মা শামসুন নাহার জানান, কয়েক মাস ধরে সাদিয়াকে যৌতুকের জন্য চাপ দিতেন তাঁর স্বামী। বিভিন্ন সময় শারীরিক নির্যাতনও করত।
এদিকে, ঘাতক স্বামী আসাদ সরকারকে অভিযুক্ত করে সাদিয়ার বাবা ফরিদুল আলম (অপু) থানায় মামলা করলে গত বুধবার রাতে আসাদ সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।