স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ১৫ ব্যক্তিকে জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ১৫ ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত ১২ দিনে (৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল) ৫৮৬ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এসব ব্যক্তির কাছ থেকে ৭৯ হাজার ৯৫০ টাকা আদায় করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের অর্থদণ্ড দেওয়া হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ১৫ ব্যক্তিকে ৮১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, কঠোরভাবে সিরাজগঞ্জে লকডাউন পালিত হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। সড়কের প্রবেশ মুখে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ করে যাচ্ছে প্রশাসন।