স্বাস্থ্যবিধি মানলে যে কোনো ভ্যারিয়েন্ট প্রতিরোধ সম্ভব : সেব্রিনা ফ্লোরা
করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট মূল বিষয় নয়, স্বাস্থবিধি মেনে চললে যে কোনো ভ্যারিয়েন্টকেই প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের উদ্বেগজনক করোনা পরিস্থিতি পরিদর্শন করতে এসে আজ রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্থানীয় সাংবাদিকদের একথা বলেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট কী তা মূল বিষয় নয়, মুল বিষয় হচ্ছে আমি কতখানি স্বাস্থ্যবিধি মেনে চলেছি। কোনো ভ্যারিয়েন্টই আলাদা করে কিছু করতে পারবে না যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। মাস্ক ব্যবহার করলে যে কোনো ভ্যারিয়েন্টকেই প্রতিরোধ করবে। কাজেই এই মুহূর্তে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
চাঁপাইনবাবগঞ্জসহ সীমান্ত জেলাগুলোর করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়। সে কারণে কোথা থেকে এসেছে তার থেকে জরুরি হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করা।
এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় যান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি সেখানকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় মিলিত হন।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে সভা করেন। সভায় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ অন্যরা উপস্থিত। এতে করোনাভাইরাসের সংক্রমণরোধে করণীয় ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।