স্বাস্থ্যমন্ত্রীর মায়ের কুলখানি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক মন্ত্রী, ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহুম কর্নেল (অব.) এ. মালেকের সহধর্মিনী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের কুলখানী উপলক্ষে আত্মার মাগফেরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এ কুলখানী, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, তাঁর স্ত্রী বিডি থাই গ্রুপের চেয়ারম্যান শাবানা মালেক, বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুবিনা হামিদ, ছেলে মানিকগঞ্জ চেম্বারের সভাপতি রাহাত মালেক, মেয়ে মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সহসভাপতি সিনথিয়া মালেক, সাবিরা মালেকসহ পরিবারের অন্য সদস্য মরহুমা ফৌজিয়া মালেকের কুলখানিতে উপস্থিত ছিলেন।
দোয়ার আগে মা ফৌজিয়া মালেকের জীবদ্দশায় জীবন যাপনের ওপর স্মৃতিচারণ করতে গিয়ে এক পর্যায়ে মন্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এ সময় মন্ত্রী বলেন, ‘আম্মা বেঁচে থাকা অবস্থায় প্রতিদিন খোঁজ-খবর রাখতেন। ঢাকা থেকে যখন গ্রামের বাড়ি গড়পাড়ায় আসতাম তখন মোবাইলে যোগাযোগ রাখতেন। এখন মা নেই, মায়ের কাছ থেকে আর কোনোদিন ফোন আসবে না। আগে তেমনটা না বুঝলেও এখন বুঝি যার মা এই পৃথিবীতে নেই তাঁর মতো অভাগা আর কেউ নেই।
এ সময় তিনি কুলখানিতে আগত অতিথিদের কাছে মা ফৌজিয়া মালেকের জন্য বিশেষ দোয়া করতে অনুরোধ জানান।
এছাড়া অন্যের মধ্যে স্বাস্থ্যশিক্ষা সচিব লোকমান হোসেন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভাণ্ডারী, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
কুলখানিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।