স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা রিমান্ডে
নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাত নেতার একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিদের হাজির করে পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক(এসআই) তারেক জাহান খান। শুনানি শেষে বিচারক প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডের আসামিরা হলেন, তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা মো. পলাশ, মো. নাজমুল হাসান ওরফে সুমন, মো. ফকরুল ইসলাম, মানিক সরদার, রতন মিয়া, লিটন মিয়া ও বিল্লাল ।
মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ৯ মে রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় আসামিরা নাশকতা ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর উদ্দেশে প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে দাহ্য পদার্থ পেট্রল, বিস্ফোরকদ্রব্য নিয়ে একত্রিত হয়। এ সময় আসামিরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ করে ভ্যানগাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর পালিয়ে যায়।
এ ঘটনায় গত ১০ মে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।