স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে শাহবাগ থানায় সাংবাদিকেরা
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা ও তাঁকে নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকেরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে রাজধানীর শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, তাঁদেরও গ্রেপ্তার করা হোক। তাঁরা স্বেচ্ছায় কারাবরণ করতে চান।
আজ মঙ্গলবার বিকেলে অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে জড়িত এমন বেশ কয়েকজন সাংবাদিক শাহবাগ থানায় যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা থানায় অবস্থান করছেন।
গতকাল সোমবার দিবাগত রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি গোপনীয় নথি চুরির মাধ্যমে সংগ্রহ এবং ওই নথি দ্বারা বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে। থানায় অবস্থান নেওয়া সাংবাদিকদের দাবি, চাইলে এভাবে অনেক সাংবাদিককে গ্রেপ্তার করা যায়। কারণ, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে হলে এমন অনেক নথি গোপনে সংগ্রহ করতে হয়।
থানায় অবস্থান নেওয়া সাংবাদিকরা বলছেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, সেই একই অভিযোগ যেকোনো অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে আনা যায়। সে কারণে রোজিনা ইসলামকে কথিত যে দোষে দোষী বলে অভিযুক্ত করা হচ্ছে, এমন অসংখ্য অভিযোগ থানায় উপস্থিত সাংবাদিকদের বিরুদ্ধেও আনা যায়। কারণ অনুসন্ধানী সাংবাদিকেরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে থাকেন। তাই তাঁরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় হাজির হয়েছেন।
কারাবরণের আবেদন নিয়ে হাজির হওয়া সাংবাদিকেরা হলেন বদরুদ্দোজা বাবু, মিলটন আনোয়ার, মহিম মিজান, পারভেজ রেজা, মুনজুরুল করিম, আব্দুল্লাহ তুহিন, খান মুহাম্মদ রুমেল, অপূর্ব আলাউদ্দীন, আবদুল্লাহ আল ইমরান, নয়ন আদিত্য, মুক্তাদির রশীদ রোমিও, এস এম নূরুজ্জামান, শাহনাজ শারমিন, কাওসার সোহেলী।