স্রেফ লুটপাটের বাজেট : হারুনুর রশীদ
প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে ‘স্রেফ লুটপাটের বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
হারুন বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ঘাটতি দেখানো হয়েছে। বিদ্যুৎ ঘাটতি মানে রেন্টাল, কুইক রেন্টাল দিয়ে লুটপাট করা হবে। এই বাজেট লুটপাটবান্ধব বাজেট।’
সংসদ সদস্য হারুন বলেন, ‘২০২২-২৩ অর্থবছরেরর বাজেট সংসদে উত্থাপন হয়েছে। এই প্রথম সম্পূর্ণ বাজেট ডিজিটালাইজড উত্থাপন করা হয়েছে। সাধারণত দেখা যায়, অর্থমন্ত্রী বাজেটের কিছু অংশ পাঠ করেন...।’
হারুন আরও বলেন, ‘এই সরকারের মেয়াদে এটি পূর্ণাঙ্গ শেষ বাজেট। এই মুহূর্তে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া প্রকাশ করা সম্ভব নয়। তবে, যেটুকু আমি লক্ষ্য করেছি—এটি একটি লুটপাটের বাজেট।’
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘বাজেটের মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হচ্ছে সম্পূর্ণ ঋণনির্ভর এবং বৈদেশিক ঋণনির্ভর বাজেট। এরমধ্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেখানো হয়েছে, যে ভর্তুকি ৮২ হাজার কোটি টাকা। যেটা সম্পূর্ণ লুটপাট।’