সড়কের ‘স্পিড ব্রেকারে’ অটোরিকশার ধাক্কা, তরুণী নিহত
একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বসেন উম্মে সালমা (২৪)। রাজধানীর সদরঘাট থেকে আজিমপুরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। কিন্তু, পথে রাজধানীর চকবাজারের ইসলামবাগে স্পিড ব্রেকারে ধাক্কা লাগে অটোরিকশাটির। ধাক্কা সামলাতে না পেরে পড়ে যান সালমা। আর, এতেই তিনি নিহত হন।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সালমার ছোট ভাই নাঈম ইসলাম।
নাঈম ইসলাম বলেন, ‘আমরা পরিবারের কয়েক জন মিলে গ্রামের বাড়ি ভোলা থেকে সদরঘাটে পৌঁছাই। সেখান থেকে আমি ও সালমা একটি অটোরিকশায় উঠি। কিন্তু, মাঝপথে একটি স্পিড ব্রেকারে ধাক্কা লেগে অটোরিকশাটি উলটে যায়।’
‘এ ঘটনায় সালমা আপা আছড়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে ভোরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন’, যোগ করেন নাঈম।
নাঈম ইসলাম আরও বলেন, ‘সালমা আপা ইডেন মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। এখন চাকরির জন্য পড়ালেখা করছিলেন। আর, আমি আরেকটি রিকশায় দোলাইর পাড়ের মেসে ফিরছিলেন। সেখানেই আমি থাকি।’
জানা গেছে—উম্মে সালমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন। নাঈম বলেন, ‘এখন আমরা আপার লাশ নিয়ে আবার গ্রামে ফিরছি।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, উম্মে সালমার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছিল। সকালে লাশটি হস্তান্তর করা হয়েছে।