সড়কে নিভল প্রাণ, ঈদ করা হলো না রাসেল-হাজেরার
স্ত্রী ও মেয়েকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে মোল্লাহাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রাসেল মোল্লা (৩৫)। কিন্তু, ঈদযাত্রা হয়ে গেল এই দম্পতির অন্তিম যাত্রা।
গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মোল্লা ও তাঁর স্ত্রী হাজেরা বেগম (৩০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে এই দম্পতির কন্যা আদমীম (১০)। উন্নত চিকিৎসার জন্য আদমীমকে খুলনা পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মোল্লার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামে। রাসেল ঢাকায় ছোটখাটো ব্যবসা করতেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান বলেন, ‘স্ত্রী ও মেয়েকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে মোল্লাহাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রাসেল। তাঁদের মোটরসাইকেলটি গোপালগঞ্জের ভেন্নাবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল মোল্লা নিহত হয়।’
এসআই আজিজুর আরও বলেন, ‘আহত মা ও মেয়েকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১১টার দিকে হাজেরা বেগম মারা যান। রাসেল মোল্লার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’