সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে সেনাকল্যাণ সংস্থার অনুদান
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত আট জনের পরিবারকে আর্থিক অনুদান এবং রিকশা দিয়েছে সেনা কল্যাণ সংস্থা। আজ বুধবার দুপুরে বিভাগের সেনা কল্যাণ সংস্থার কার্যালয়ের হলরুমে নগদ অর্থ এবং একটি করে রিকশাভ্যান দেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
গত ১৩ জানুয়ারি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় সেনা কল্যাণ সংস্থার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি নছিমনের সংঘর্ষে ঘটনাস্থলে আট জন নিহত এবং দুই জন আহত হয়েছিল। সে সময় থেকে সেনা কল্যাণ সংস্থা নিহতদের দাফন-কাফন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিল।
আজ নিহত আট পরিবারকে ৫০ হাজার থেকে নগদ এক লাখ টাকা এবং একটি রিকশাভ্যান এবং আহতদের ৫০ হাজার টাকা এবং বিভিন্ন পণ্যসামগ্রী দেন। নিহতদের স্ত্রীরা, বাবা ও আহত দুই জন নিজেরাই এ অনুদান গ্রহণ করেন।
নিহতরা হলেন ঝিনাইদাহ শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম, রাব্বি মণ্ডল, সাইদুর রহমান, মো. মানিক, জয়ফুল মন্ডল, আণ্ডল মণ্ডল, মঞ্জু মণ্ডল ও আনিসুর রহমান। আহত দুই জন এলাকার রিপন মণ্ডল ও মেহেদী।
সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। ১৯৭২ সালে এক জুলাই রাষ্ট্রপতি এ প্রতিষ্ঠানের নামকরণ ফৌজি ফাউন্ডেশন থেকে সেনা কল্যাণ সংস্থার রূপান্তর করেন। সেই থেকে এ পযর্ন্ত চারশ ৯০ কোটি টাকা কল্যাণমুখী কাজে ব্যয় হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, কর্নেল ইফতেখারুল হক, ক্যাপ্টেন মো. নজরুল ইসলাম (নৌ-বাহিনী), কর্নেল শহিদ, গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ, কর্নেল মো. আনোয়ারুল ইসলাম, মেজর এস এম শামিম আহেমেদ খান প্রমুখ।
পরে নিহতদের স্মরণে দোয়া করা হয়।