হবিগঞ্জে মনিপুরী ভাষা ও সংস্কৃতি উৎসব
মনিপুরী ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে অধিকতর বিকশিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধনের প্রয়াস হিসেবে মনিপুরী সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন চিন্তার মিলন মেলা বসেছিল হবিগঞ্জের চুনারুঘাটে। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে আলোচনা ও সঙ্গীতের আসর।
শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলার আবাদগাঁওয়ে মনিপুরী উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
কমিটির আহবায়ক এন নরেশ্বর কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের সহকারী কমিশনার নিরাজ কুমার জয়সোয়াল, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, অধ্যাপক ডা. অরুন কুমার শর্মা, অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ।
সন্ধ্যায় তৃতীয় পর্বে সঙ্গীতানুষ্ঠানে প্রথমে স্থানীয় শিল্পী ও পরে ভারতের মনিপুর থেকে আগত ব্লু ব্যান্ড এর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মনিপুরী উৎসবকে ঘিরে উপজেলার মনিপুরী অধ্যুষিত আবাদগাঁও গ্রামে বসেছিল গ্রামীণ সংস্কৃতির মেলা।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেন, ‘মনিপুরী সংস্কৃতি এদেশের সংস্কৃতিকে উন্নত করেছে। সারাবিশ্বে সকল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মতো মনিপুরী ভাষাও অত্যন্ত সমৃদ্ধ। এ ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। আর এতে মনিপুরী তরুণরাই অগ্রণী ভূমিকা রাখতে পারে।’ তিনি বলেন, ‘সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল ভাষাকে বাঁচিয়ে রাখতে তাদের নিজস্ব ভাষায় পাঠ্য বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করেছে।’
ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সোয়াল বলেন, ‘মনিপুরী সংস্কৃতি ভারতীয় উপ মহাদেশের সংস্কৃতিতে অনন্য ভূমিকা রাখছে। তাদের নৃত্য ভারতীয় নৃত্যে অন্যতম স্থান দখল করে আছে।’ তিনি বলেন, ‘হবিগঞ্জের চুনারুঘাটে বাল্লা স্থল বন্দর হচ্ছে। এটি চালু হলে বাংলাদেশ এবং ভারত বিশেষ করে ত্রিপুরাসহ ৭টি রাজ্যে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি আমাদের দু'দেশের সাহিত্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হবে। এপার ওপার আরও কাছাকাছি এলে আমাদের এ অঞ্চলের মানুষের মধ্যে ভালবাসা ও সম্প্রীতি আরও বাড়বে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির খানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মনিপুরী প্রতিনিধিরা। পরে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে মনিপুরী কৃতি ১০ জনকে সম্মাননা দেয়া হয়।