হবিগঞ্জে সংঘর্ষ : নিহত ১, আহত অন্তত ৩০
হবিগঞ্জ শহরতলীর আলমপুরে দুই পক্ষের সংঘর্ষে মামুন মিয়া (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। আজ শুক্রবার বিকেলে মুঠোফোন বিক্রি নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের রিপন ও সুহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে কয়েকদিন ধরে মুঠোফোন বিক্রি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ বিকেলে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে মামুন মিয়া নামে একজন মারা যান। তিনি পেশায় নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।