হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
সুনামগঞ্জের হাওরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে হাওরে ধান কাটার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে হাইব্রিড ১২০৪ জাতের ধান কাটার মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ।
বোরো ধান কাটার উদ্বোধন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের হাওরে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জমিতে ধান কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ফরিদুল হাসান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেছেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষকদের জন্য ও বোরো ফসলের জন্য অতিরিক্ত প্রণোদনা দিয়েছে। কম সময়ে কম জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য হাইব্রিড ধান চাষাবাদ করতে উৎসাহিত করেছে। হাইব্রিড ধান চাষাবাদ করায় আগাম কর্তন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি ফসলের ঝুঁকি কমেছে।’