হাকিমপুরে বাল্যবিয়ের অভিযোগে বর ও কনের মাকে কারাদণ্ড
দিনাজপুরের হাকিমপুরে বাল্যবিয়ের অভিযোগে বর নাহিদ হোসেনকে (২২) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অপ্রাপ্ত বয়সে বিয়ের আয়োজন করায় কনের মাকেও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই কারাদণ্ড প্রদান করেন। বর নাহিদ হোসেন উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। আর কনের মা নাজমীন নাহার (৩৫) উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে সেখানে যায়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান থেকে অনেকে পালিয়ে গেলেও বর নাহিদ ও কনের মাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, কাগজপত্র যাচাই করে কনের বয়স ১৫ বছর পাওয়া যায়। মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কনের মাকে ৬ মাসের এবং বরকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাল্যবিয়ে নিরোধ আইনে তার বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।