হাতিরঝিলে গাড়িতে নারীর লাশ, ফের রিমান্ডে স্বামী
রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকার থেকে ঝিলিক আলমের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী সাকিব আলম মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিকে হাজির করে ফের ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে দুই দিনের রিমান্ড দেন। এর আগে গত ৪ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আসামি সাকিব আলম মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, গত ৩ এপ্রিল সকালে বাসা থেকে প্রাইভেটকারে স্বামী-স্ত্রী বের হন। হাতিরঝিল আমবাগান এলাকায় রাস্তায় আইল্যান্ডের ওপর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে স্বামী সাকিবুল আলম ডান হাতে সামান্য আঘাত পান এবং স্ত্রী ঝিলিক আলম (২৩) গুরুতর আহত হন। আহত অবস্থায় স্ত্রীকে ঢামেক হাসপাতাল নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঝিলিকের স্বজনদের অভিযোগ মিশু স্ত্রীকে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজিয়েছেন। পরে ঝিলিককে হত্যার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন তাঁর মা তহমিনা হোসেন আসমা।