হাতে থাকার কথা মেহেদি, জুটল হাসপাতালের বিছানা
বিয়ের জন্য প্রস্তুতি চলছিল। আজ সন্ধ্যায় নজরুলের মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নজরুলের মনে নতুন জীবনের স্বপ্নেরা ডানা মেলছিল। কিন্তু বিধি বাম। আজ রাতের মেহেদির অনুষ্ঠানে বর হিসেবে যাওয়া হলো না নজরুলের। এখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে ভাঙা স্বপ্নের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার দুপুরের দিকে। নজরুল, শাকিল সবুজ ও জালালসহ অন্যেরা জুমার নামাজ পড়ে ফিরছিলেন। ঠিক তখনি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এতে মারা যান শাকিল সবুজ ১৯)। আহত হন জালাল (২৩) ও নজরুল (২৩)। নজরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ শুক্রবার দুপুরে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ফটিকা করিয়ার দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ একই এলাকার রমজান আলীর ছেলে।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতরা আজ জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বায়তুশ শুক্কুর জামে মসজিদের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। ১০ থেকে ১২ বছর আগে নির্মিত স্থানীয় আব্দুল হাই নামের এক ব্যক্তির বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিল সবুজ নামের এক তরুণকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে জালালকে ছেড়ে দেওয়া হলেও নজরুলের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।
কাউন্সিলর জাফর আরও জানায়, গুরুতর আহত নজরুলের বাড়িতে তাঁর বিয়ের আয়োজন চলছিল। আজ শুক্রবার রাতেই তাঁর মেহেদি অনুষ্ঠানের আয়োজন ছিল। তবে এই দুর্ঘটনায় বিয়ে বাড়িতে উৎসবের পরিবর্তে চলছে কান্নার রোল। সব আনন্দ পরিণত হয়েছে বিষাদে।