হাদিসুরের পরিবারকে আর্থিক সহযোগিতা দেবে মেরিন অফিসার্স এসোসিয়েশন
রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনে নিহত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করবে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
এ ছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশন থেকে দ্রুত ক্ষতিপূরণ ও পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থার দাবি জানিয়েছে নাবিকদের সংগঠনটি।
আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন এনটিভিকে বলেন, ‘হাদিসুর রহমানের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে একটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করেছি আমরা। দেশে ও বিদেশে থাকা প্রায় তিন হাজার সদস্য সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আগামী এক মাসের মধ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বড় ধরনের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’
প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রকৌশলী হাদিসুর রহমান রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের নাবিক। সরকারিভাবে দ্রুত ক্ষতিপূরণ ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থার দাবিও জানায় সংগঠনটি।’