হালতি বিলে বোরো চাষাবাদের সুবিধার্থে খাল খনন
শুষ্ক মৌসুমে নাটোরের হালতি বিলে চাষাবাদ নির্বিঘ্ন করতে শুরু হয়েছে ২৩ কিলোমিটারব্যাপী খাল খনন। এর ফলে বর্ষা মৌসুমে যেমন দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে সঠিক সময়ে চাষাবাদের পরিবেশ তৈরি হবে। তেমনি শুষ্ক মৌসুমে বোরো আবাদে সহজেই খালের পানি ব্যবহার করা যাবে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশল মনিরুজ্জামান মনিরসহ প্রশাসনের কর্মকর্তারা।
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানায়, হালতি বিলের বিভিন্ন পুরনো খাল কাটা হবে। এসব খাল আত্রাই নদীর সঙ্গে সংযুক্ত করা হবে।