হাসপাতালেই থাকছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (৩ মে) চেয়ারপার্সন হাসপাতালেই থাকবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বেগম খালেদা জিয়া চিকিৎসার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হলে ডা. জাহিদের বরাত দিয়ে জানানো হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের তত্ত্বাবধায়নে বিএনপির চেয়ারপারসন চিকিৎসাধীন রয়েছেন।
৭৮ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের রোগসহ নানা রোগে ভুগছেন। অসুস্থ থাকা অবস্থায় গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলে। এর আগে সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন বিএনপির চেয়ারপারসন।