হিলিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বড় ডাঙ্গাপাড়ার মৃত আছমান আলী মণ্ডলের ছেলে আরশাদুল ইসলাম বলেন, ‘আকরাম হোসেন মণ্ডল ও তাঁর ছোট ভাই এমদাদুল হক মণ্ডল জাল কাগজ তৈরির মাধ্যমে আমার ও আমার বোনের জমি নিজের দাবি করে জোর করে দখলের পাঁয়তারা করছেন। কয়েক মাস আগে উপজেলার বাসুদেবপুর মৌজার সিপি রোডে আমাদের পৌনে আট শতক জমি বিক্রির জন্য সাইনবোর্ড লাগাই। কিন্তু কে বা কারা অসৎ উদ্দেশে সাইন বোর্ডটি চুরি করে নিয়ে যায়। গত ১৫ সেপ্টেম্বর পুনরায় আমার ভাগিনা মাহেদী হাসান, দুই বোন ফরিদা বেগম ও দৌলাতুন নেছা ওই স্থানে সাইনবোর্ডটি লাগাতে গেলে আকরাম হোসেন, তাঁর ভাই এমদাদুল হক, ভাতিজা জুনায়েদ হোসেনসহ ভাড়াটিয়া বাহিনী তাদেরকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানে তারা বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় জমি আকরাম, এমদাদুল, জুনায়েদসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর অনেকের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করেছি।
আরশাদুল ইসলাম অভিযোগে বলেন, ‘এমদাদুল হক তাঁর গভীর নলকূপ আমার কাছে বিক্রি করার পর আবারও নিজের দাবি করে দখলের পাঁয়তারা করছেন। ডাঙ্গাপাড়া জামে মসজিদের সম্পত্তি অবৈধভাবে আত্মসাতের উদ্দেশে বাড়ির সীমানা প্রাচীর দিয়ে দখলে রেখেছেন। তাঁরা প্রভাবশালী হওয়ায় কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। বর্তমানে তাঁদের ভাড়াটিয়া বাহিনী আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন আরশাদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বড় ডাঙ্গাপাড়ার অনেকে উপস্থিত ছিলেন।