হিলি বন্দর দিয়ে দেশে ফিরলেন আরও ২১ বাংলাদেশি
দ্বিতীয় দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২১ জন নারী-পুরুষ হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন।
এদিকে, বন্দরে পৌঁছানোর পর তাদের করোনা পরীক্ষা, ইমিগ্রেশন, বিজিবি ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্থানীয় তিনটি আবাসিক হোটেলে এই ২১ জনকে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে নেওয়া হয়। তারা বিভিন্ন সময়ে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে করোনার কারণে আটকা পড়েন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গতকাল বুধবার ৩৭ জন এবং আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২১ জন যাত্রী দেশে এসেছেন। তাদের স্থানীয় আবাসিক হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।’