হেনস্তার শিকার সেই তরুণীর পোশাক নিয়ে আদালতের মন্তব্য দুঃখজনক : আসক
নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে হেনস্তার শিকার সেই তরুণীর পোশাক নিয়ে উচ্চ আদালতের মন্তব্য দুঃখজনক বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
আসক জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানতে পেরেছে যে, নরসিংদী রেল স্টেশনে পোশাকের জন্য তরুণীকে হেনস্তার প্রসঙ্গ নিয়ে উচ্চ আদালত প্রশ্ন রেখেছেন, সভ্য দেশে এমন পোশাক পরে রেল স্টেশনে যাওয়া যায় কি না। বিভিন্ন গণমাধ্যমে মহামান্য উচ্চ আদালতের বক্তব্য যেভাবে প্রকাশিত হয়েছে তা যদি সত্য হয় তবে, তা নারীর সমানাধিকার, সাংবিধানিক অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ড এবং বর্তমান সরকারের নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। তা ছাড়া এ ধরনের মন্তব্য প্রতিক্রিয়াশীলদেরকে উদ্বুদ্ধ করবে বলে আসক আশঙ্কা করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুঃখজনক হলেও সত্য যে, নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, এমন মন্তব্যে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নারীর স্বাধীনতা, নারীর পছন্দ করার বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার, চলাফেরার অধিকার সবই সাংবিধানিক অধিকার। এ অধিকারসমূহ আন্তর্জাতিক বিভিন্ন সনদ দ্বারাও স্বীকৃত। একইসঙ্গে যে স্থানে পোশাককে গুরুত্ব না দিয়ে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা সর্বোত্তম উপায়ে নিশ্চিত হওয়ার কথা ছিল, সেখানে এমন বক্তব্যের মাধ্যমে সেই নারীকেই পুনরায় হেনস্তা হতে হচ্ছে।’
বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রকাশিত সাংবাদের ভিত্তিতে এ বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে মানুষের অধিকার নিশ্চিতের সর্বোচ্চ স্থান আদালতের প্রতি সম্মান ও আস্থা রেখে নারীর অধিকার সমুন্নত রাখতে বিনীত অনুরোধ জানিয়েছে।
জানা গেছে, নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মার্জিয়া আক্তার ওরফে শিলা (৬০) ছয় মাসের জামিন পেয়েছেন। এরপর আদালত তাঁর জামিনের পাশাপাশি পর্যবেক্ষণে ওই তরুণীর পোশাককে কোনো অনুষ্ঠানের জন্যও দৃষ্টিকটু বলে মন্তব্য করেন বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর আজ প্রতিক্রিয়া জানাল আইন ও সালিস কেন্দ্র।