হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল রিমান্ডে
রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে তাঁকে গ্রিন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাঁকে রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘মতিঝিলের শাপলা চত্বরের হেফাজতের তাণ্ডবের ঘটনায় মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে গ্রিন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
ডিসি বলেন, ‘মঞ্জুরুল ইসলামকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের কাছে রিমান্ড চাওয়া হলে তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।’
মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব, হেফাজতের ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।