হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান গ্রেপ্তার
হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যসাবেক কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমানকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হাসান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
এস এম রশিদুল হাসান বলেন, জাকারিয়া নোমান তিনটি মামলার এজাহারনামীয় আসামি। এর একটি হেফাজতের সাবেক আমির আহমদ শফী হুজুরের নিহত হওয়া সংক্রান্ত। ওই মামলায় পিবিআইয়ের তদন্তে তাঁর নামও এসেছে।
‘এ ছাড়া সম্প্রতি হাটহাজারিতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দুটি মামলার এজাহারনামীয় আসামি জাকারিয়া নোমান। এর বাইরেও হেফাজতের তাণ্ডবের একাধিক ঘটনায় তিনি সম্পৃক্ত বলে আমাদের কাছে তথ্য রয়েছে’, যোগ করেন পুলিশ সুপার।
এর আগে গত বুধবার রাতে নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুণ ইজাহারকে গ্রেপ্তার করে র্যাব।
হাটহাজারী থানার তিন মামলায় তিন দিন করে নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে সিআইডির তদন্ত করা আরও দুই মামলায় হারুণকে গ্রেপ্তার দেখানো হয়।