হেফাজতের হরতালের সমর্থনে ইসলামী আন্দোলনের মিছিল
হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল নিয়ে বের হয়ে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে দলটি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় পুরানা পল্টন-মুক্তাঙ্গন এলাকায় হরতালকারী হেফাজতের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। লাঠি ও বাঁশ নিয়ে একে অপরকে ধাওয়া করে উভয়পক্ষ।
পুরানা পল্টনের বিক্ষোভ সমাবেশে অবস্থানরত ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের আজকের এই কর্মসূচি রাজনৈতিক নয়। আমাদের কয়েকজন মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। বাদ জোহর বাইতুল মাকারামের উত্তর গেট থেকে একটি মিছিল বের হয়। পল্টন মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এখন আমরা মোকাররমের ভেতরে অবস্থান নেব।’
রোববার সন্ধ্যার দিকে একটি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কর্মসূচি শেষ করবে বলে জানান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নিহতের প্রতিবাদে রোববার দেশজুড়ে হরতাল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে ও যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ ও সরকারি দলের লোকজন।
এ ছাড়া সেদিন চট্টগ্রামের হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে হেফাজত।