হেরোইনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে হিরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। তাঁরা হলেন—মো. মনির হোসেন, মো. মাসুদ, মো. কামাল ও জিয়াসমিন।
গতকাল শনিবার বিকেল পৌনে পাঁচটায় সবুজবাগ থানার ওহাব কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হেরোইনসহ গ্রেপ্তার করে গোয়েন্দা-উওরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার কাজী শফিকুল আলমের নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকনিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ডিএমপি নিউজ আজ রোববার এই খবর প্রকাশ করেছে। সেখানে পুলিশ কমিশনার শাহিদুল জানান, একটি সংঘবদ্ধ মাদকচক্র সবুজবাগ থানার ওহাব কলোনি এলাকার সরদার বাড়ি কবরস্থানের সামনে হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।