হয়রানিমূলক চাঁদাবাজি মামলার প্রতিবাদে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মুকসুদপুর রিপোটার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী এলাকার বীর মুক্তিযোদ্ধা লায়েক আলী মোল্লার ছেলে ইমরুল মোল্লা লিখিত বক্তব্যে বলেন, আমার আপন চাচাতো বোন শিউলি বেগম নিজের বাড়ির নির্মাণ কাজ বন্ধ রাখেন। অথচ আমরা কাজ বন্ধ করে দিয়েছি এমন মিথ্যা অভিযোগ তুলে আদালতে চাঁদাবাজির মামলা করেছেন। মামলায় বীর মুক্তিযোদ্ধা লায়েক আলী মোল্লার ২ ছেলেসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। শিউলির স্বামী পুলিশের এএসআই মামুন গাজী এমপি রুস্তম আলী ফরাজীর গানম্যান হওয়ায় প্রভাব খাটিয়ে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছেন। এছাড়াও সাংবাদিকদের কাল্পনিক তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন।
এ ব্যাপারে পুলিশের ওই এএসআই তার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত না। তবে আমার স্ত্রী শিউলিকে মারপিট করার ব্যাপারে আমি মুকসুদপুর থানার এসআই মোসলেম উদ্দিনকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছিলাম।