১০ ট্রাক অস্ত্র মামলার আসামি আব্দুর রহিমের করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিম। আজ রোববার সকাল সোয়া ৮টায় রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তার লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়।
গত ২৬ জুলাই কাশিমপুর কারাগারের কনডেম সেলে আব্দুর রহিম করোনায় আক্রান্ত হলে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার পরিবর্তন না হলে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কাশিমপুর কারাগার-২ কর্তৃপক্ষ। পরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিমের করোনা পজিটিভ শনাক্ত হলে গত ৩১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ তাকে ওই দিনই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। ওই মামলায় বিএনপিনেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। বর্তমানে এ মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।